TET: প্রাথমিক টেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

Primary TET 2022


আজ থেকেই শুরু প্রাথমিক টেটে আবেদন গ্রহণ। পর্ষদের ঘোষণা অনুযায়ী প্রাথমিক টেট ২০২২ এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু আজ থেকে। তার আগে যেসমস্ত বিষয় না জানলেই নয় আবেদনকারীদের তা আলোচনা করা হল এখানে।




উল্লেখযোগ্য বিষয়-

১১ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এনসিটিই-র গাইডলাইন মেনেই পরীক্ষা হবে।

১৪ অক্টোবর থেকে পর্ষদের ওয়েবসাইটে আবেদন করা যাবে।

জেনারেল ক্যাটাগরিতে আবেদনের ফি ২০০ টাকা, সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা।

ডি.এল.এড (D.El.Ed) এবং বি.এড. (B.Ed.) উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে।

জেনারেল প্রার্থীদের টেট উত্তীর্ণ হতে গেলে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেলে তাঁদের টেট উত্তীর্ণ বলে চিহ্নিত করা হবে।


শিক্ষাগত ও পেশাদারি যোগ্যতা

১. আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে দু'বছরের ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।

বা

২. আবেদনকারীর উচ্চমাধ্যমিকে বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।

বা

৩. আবেদনকারীর উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর এবং স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া-র দ্বারা স্বীকৃত একটি কোর্স পাশ করতে হবে।

বা

৪. আবেদনকারীর স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বরসহ (এসসি, এসটি, ওবিসি, অব্যাহতিপ্রাপ্ত, প্রাক্তন সেনা, বিশেষ ভাবে সক্ষম প্রভৃতি শ্রেণিভুক্ত আবেদনকারীর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক এবং স্নাতক পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড়) বিএড ডিগ্রি থাকতে হবে।

৫. এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু বছরের ডিএলএড কোর্সে ভর্তি হয়ে থাকলে পরীক্ষায় বসতে পারবেন।

৬. যাঁরা আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু'বছরের ডিএড কোর্সে ভর্তি হয়েছেন, তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন।

৭. এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্সে ভর্তি হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন।

৮. যাঁরা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) কোর্সে ভর্তি হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন।