Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sun Smile: হাসছে সূর্য, ঘনিয়ে আসছে বিপদ!

Sun Smile: হাসছে সূর্য, ঘনিয়ে আসছে বিপদ! 

Sun Smile




হাসছে সূর্য। সূর্যের হাসিতে টোল পড়ছে গালে। গত ২৫শে অক্টোবর আংশিক সূর্যগ্রহনের পরেই সূর্যের গায়ে কালো কালো ছাপের দেখা মিলেছে। আর কালো ছাপ এমন আকার ধারন করেছে যা দেখে মনে হবে হাসছে সূর্য। সূর্য হাসলেও পৃথিবীর জন্য ঘনিয়ে আসছে বিপদ এমনটাই আশঙ্কা। আসলে সূর্যের ওই কালো ছাপ করোনাল হোল।




নাসার টুইটার হ্যান্ডেলে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সূর্যের গায়ে বেশ কিছু কালো ছোপ। এমনভাবে সেগুলি রয়েছে যে তা দেখে মানুষের হাসিমুখ বলে মনে হতে বাধ্য। কিন্তু এই হাসি মুখের পিছনে রয়েছে বিপদের আশঙ্কা।




সূর্যের করোনাল হোল নিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের এই এলাকায় বিপুল গতিতে সৌরঝড় প্রবাহিত হয়ে মহাকাশে দিকে ধাবিত হয়। সূর্যের এই এলাকাগুলি ওপেন ম্যাগনেটিক ফিল্ড। অন্য অংশের তুলনায় ঠান্ডা।




সূর্যের এই করোনাল হোলের জন্য সৌরঝড় বয়ে আসতে পারে। যা পৃথিবীর জন্য বিপদের, বলছেন বিজ্ঞানীদের একাংশ। সূর্যের পৃষ্ঠতলে বিপুলমাত্রায় চৌম্বকীয় রশ্মি বিকিরণ হওয়াটাই সৌরঝড়। এটাই যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে তা প্রভাব ফেলে উপগ্রহ এবং মহাকাশযানে। সাধারণত প্রাণীদের উপর সেভাবে প্রভাব পড়ে না। কিন্তু সমস্তরকম বৈদ্যুতিন সামগ্রী, উপগ্রহ এবং মহাকাশ বিজ্ঞানের কাজে প্রয়োজনীয় যন্ত্রে। এছাড়া পৃথিবীতে রেডিও কমিউনিকেশন, রেডার, জিপিএস-এর মতো যন্ত্রে এই সমস্যা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code