৬০ জন তীর্থ যাত্রীকে রেখে বেপাত্তা বাস


tourist bus




রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

৬০ জন তীর্থ যাত্রীকে রেখে বেপাত্তা বাস। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ঘাগর বুড়ি মন্দিরে ধর্মচক্রে ঠাঁই তীর্থ যাত্রীদের।

দক্ষিণ দিনাজপুর থেকে তীর্থ যাত্রী নিয়ে তীর্থে বেরিয়েছিল শিলিগুড়ির ট্রাভেলস এজেন্সি ঠিক দু দিন আগে রাত্রী ১১টা নাগাদ আসানসোল ঘাগরবুড়ি মন্দিরের নিকট এসে দাঁড়ায় বাসটি ।

ওখানে বিশ্রামের ব্যবস্থা এবং আহারের ব্যবস্থা হয়। সেই মুহূর্তে ট্রাভেলস এজেন্সি থেকে এসে বলে বাসটি খারাপ আছে ঠিক করতে হবে । তাই বাসটি নিয়ে যাওয়া হচ্ছে । সেই বলে বাস নিয়ে যায়।

তীর্থযাত্রী

রাত পোহালে বাসটি ফিরে আসেনি। ফোন করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ দেখায়। তীর্থ যাত্রীরা আতঙ্কিত হয়ে পরে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানায়।

পুলিশ বিষয়টি তদন্ত করছে। বাবাধাম,তারাপীঠ,গঙ্গাসাগর সহ বেশ কয়টি জাগায় তীর্থ করবে বলে বেরিয়েছিল দক্ষিণ দিনাজপুর থেকে।

এই সময় অসহায় তীর্থ যাত্রীদের সহযোগিতা করছে ঘাগরবুড়ি মন্দির কমিটি।