২৬৮ জনের পর আরও ৫৫ ! CD থেকে বেড়লো প্রাথমিক শিক্ষকের নাম
268 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিলের পর নতুন করে আরো 55 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি প্রশ্নের মুখে। মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার করা CD থেকে এই তথ্য সংগ্রহ ED র- এমনটাই জানা যাচ্ছে।
প্রসঙ্গত ইডির গ্রেফতারি নিয়ে সুপ্রীম কোর্টে আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্য। সেই মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন মানিককে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে কী কী প্রমাণ মিলেছে, সেই সব তথ্য এ দিন হলফনামায় উল্লেখ করেছে ইডি। কেন গ্রেফতার করা দরকার ছিল, সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
সোমবার সেই হলফনামায় উল্লেখ করা হয়েছে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি সিডি, যেখানে রয়েছে ৬১ জন টেট প্রার্থীর নাম ও রোল নম্বর।
তদন্তকারী সংস্থা ED জানিয়েছে, পশ্চিবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সংশ্লিষ্ট নিয়োগের প্যানেল পাওয়া গিয়েছে, তাতে ওই ৬১ জনের মধ্যে থাকা ৫৫ জনের নাম পাওয়া গিয়েছে। সেই তদন্তও চলছে বলে দাবি করেছে ইডি।
ফলে খুব শীঘ্রই আরও ৫৫ জন প্রাথমিক শিক্ষক চাকরী হারাতে চলেছেন বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊