Nobel Prize in Medicine: মানব বিবর্তনে যুগান্তকারী কাজের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার পাচ্ছেন স্বান্তে পাবো

Nobel Prize in Medicine




ফিজিওলজির নোবেল পুরষ্কার 2022 সুইডিশ নৃবিজ্ঞানী স্বান্তে পাবোকে দেওয়া হবে. "বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য" এই পুরষ্কার পাচ্ছেন তিনি।


সোমবার সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল কমিটির সেক্রেটারি টমাস পার্লম্যান এই পুরস্কার ঘোষণা করেন।


চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারটি ছিল এক সপ্তাহের মূল্যবান পুরস্কারের প্রথম পুরস্কার। পদার্থবিদ্যা পুরস্কার অনুষ্ঠান মঙ্গলবার, এরপর বুধবার রসায়ন পুরস্কার এবং বৃহস্পতিবার সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। 10শে অক্টোবর, অর্থনীতিতে নোবেল পুরস্কার এবং 10ই অক্টোবর, 2022 সালের নোবেল শান্তি পুরস্কার প্রকাশ করা হবে৷



সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে নোবেল পুরস্কার হিসেবে দেওয়া হয় স্বর্ণ পদক ও এক কোটি সুইডিশ ক্রোনা (প্রায় ৮.২৭ কোটি টাকা)। রসায়ন, পর্দার্থবিজ্ঞান, সাহিত্য সহ বেশ কয়েকটি বিষয়ে এ বছরের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হবে।