Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: প্রধান বিচারপতির সামনে স্বাধীন এবং নিরপেক্ষ বিচারব্যবস্থার পক্ষে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee: প্রধান বিচারপতির সামনে স্বাধীন এবং নিরপেক্ষ বিচারব্যবস্থার পক্ষে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের 

Mamata


স্বাধীন এবং নিরপেক্ষ বিচারব্যবস্থার পক্ষে সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের চতুর্দশতম সমাবর্তন অনুষ্ঠান নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশেষ আয়োজন হয়েছিল। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বাংলাদেশের প্রধান বিচারপতি। সেখানেই স্বাধীন এবং নিরপেক্ষ বিচারব্যবস্থার পক্ষে সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




তিনি বলেন, "স্যর, সম্মানই আমাদের একমাত্র সম্বল। সেটা যাওয়া মানে, সব চলে যাওয়া। একবার সম্মানহানি হলে, তা আর ফেরত আসে না। তাই বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকে বলব, দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেন বজায় থাকে দেখবেন।"



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অকারণে আজকাল মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এক শ্রেণির মানুষ সব গণতান্ত্রিক শক্তিকে কুক্ষিগত করেছে। এমন চলতে থাকলে দেশে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code