ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে নাম উঠল বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের খুদের
রঞ্জিত ঘোষ, বাঁকুড়া
অসাধারণ স্মৃতিশক্তির অধিকরী হাওয়ায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার হিড়বাঁধ থানার অন্তর্গত তিলাকানালী গ্রামের ২ বছর ১১ মাসের এক খুদের। এবার জঙ্গলমহলের ছেলের নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। যে জঙ্গল ভেদ করে সূর্যের আলো পৌঁছতে পারে না সেই জঙ্গলমহলের নাম উজ্জ্বল করল ছোট্ট সৈহদ মাহিক।
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এই খুদের জায়গা করে নেবার খবর ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার এলাকা জুড়ে। আনন্দে উচ্ছসিত বাবা-মা। সৈয়দ এর কীর্তি মুগ্ধ করেছে সকলকে। এখনো ভালো করে কথা ফোটেনি কিন্তু আধো আধো কথাতেই বলে ফেলল ২৩টি জেলার নাম,২৯টি রাজ্য ও তাদের রাজধানী নাম১০০ টি দেশ ও দেশের রাজধানীর নাম। জেনারেল নলেজ এর অনেক প্রশ্নের উত্তর তার ঠোঁটের ডগায়। যা শুনলে হয়তো অবাক হবেন আপনিও।
এই ছোট্ট ছেলের বাবা মিরাজুল আলম, পেশায় পঞ্চায়েত কর্মী। মা খুসবু বেগম গৃহবধূ। এই ছোট্ট খুদে এত কিছু কিভাবে মনে রাখতে পারে এই প্রসঙ্গে সৈহদ এর মা খুসবু বেগম বলেন ও ছোট থেকেই ট্যালেন্টেড তা আমরা জানি, যা বলি তাই মনে রাখতে পারে সহজেই। ছোট্ট খুদের এই অভাবনীয় সাফল্যে খুশি পরিবার থেকে এলাকাবাসী সকলেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊