Primary TET : এবার বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষার্থীদের পরিচয় যাচাই !
আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতামান নির্ধারণের পরীক্ষা অর্থাৎ টেট (TET) পরীক্ষা। আর এবারের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর অনুপ্রবেশ আটকাতে অভিনব উদ্যোগ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ।
সূত্রের খবর, এবারের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর অনুপ্রবেশ আটকাতে বায়োমেট্রিকের সাহায্য নিতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। বায়োমেট্রিকের সাহায্যে চোখের মণি (আইরিস) বা আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) এবং মুখাবয়ব শনাক্তকরণের মাধ্যমে প্রতিটি পরীক্ষার্থীর পরিচয় যাচাই করা হবে।
জানাযাচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাইয়ের জন্য এই ধরনের কাজে অভিজ্ঞতাসম্পন্ন সংস্থাগুলির থেকে আগ্রহপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে এই প্রথমবার রাজ্যের কোনও চাকরির পরীক্ষায় বায়োমেট্রিকের মাধ্যমে প্রার্থীদের পরিচয় যাচাই ও অ্যাটেন্ডেন্স নেওয়া হবে।
শুধু বায়োমেট্রিকের মাধ্যমে প্রার্থীদের পরিচয় যাচাই নয়, পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে আরও একাধিক পদক্ষেপের দিকে হাটছে পর্ষদ ।
প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি-র মাধ্যমে নজরদারি ও হাতেধরা মেটাল ডিটেক্টরের (HHMD) মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করারও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর।
এপ্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘‘আমরা পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চাই না। একেবারে নিয়ম মেনে, নিরপেক্ষতা বজায় রেখে, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে চাই। তা নিশ্চিত করতে কয়েকটি পরিকল্পনা নেওয়া হয়েছে। সেগুলি বাস্তবায়িত করার জন্য নিরাপত্ত সংক্রান্ত পরিষেবা দেওয়ায় অভিজ্ঞ সংস্থাগুলির থেকে আগ্রহপত্র চেয়েছি। তবে, গোটাটাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊