দীপাবলির সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

Diwali 22




ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ


সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাতলাহাটের পাট হাটি সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। একটি পাটের গোডাউনে আগুন লাগার ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার পাট ও ভুট্টা ক্ষতিগ্রস্ত।




স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাতলাহাটের পাট হাটি সংলগ্ন এলাকায় দীপু মল্লিকের বাড়ি। বাড়ির সাথেই রয়েছে পাটের গোডাউন। সোমবার সকাল থেকেই দীপু মল্লিকের বছর ছয়ের সন্তান মোম, বোম, তুবড়ি নিয়ে খেলছিল। এরপর সন্ধ্যায় তার স্ত্রী রুবি মল্লিক ও তার সন্তান পাশের বাড়িতে প্রসাদ খেতে যান। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে দেখেন গোডাউন থেকে ধোঁয়া বের হতে। এরপর চিৎকার শুরু করে তিনি। স্থানীয়রা ছুটে আসেন। আগুন নেভানোর কাজে হাত লাগান তারা। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে শুকনো পাট থাকায় গোডাউনের আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে। আতঙ্কে পাশের বাড়ির সদস্যরা তাদের জিনিসপত্র বাইরে বের করে রাখেন।




এদিকে দমকলকে খবর দেওয়া হলে প্রথমে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে ধূপগুড়ির একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসেন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় পাঁচ টন পাট ও পঁচাত্তর টন ভুট্টা আগুনে ক্ষতিগ্রস্ত বলে অনুমান করা হচ্ছে। কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান যেহেতু কাল দুপুর থেকে বাতাস বইছিল তাই হয়তো বোম বা তুবড়ির ফুলকি থেকে আগুন লেগেছে।




এদিকে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ, বিডিও অফিসের প্রতিনিধি ও স্থানীয় গ্ৰাম পঞ্চায়েতের প্রধান।