Latest News

6/recent/ticker-posts

Ad Code

DODL admission 2022 notification: ডিস্ট্যান্স মোডে MA/MSC পড়তে চান, সুখবর নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়

DODL admission 2022 notification in Kalyani University

DODL ADMISSION




দূরশিক্ষায় যে সকল শিক্ষার্থী উচ্চ শিক্ষায় ডিগ্রী অর্জন করতে চান তাঁদের জন্য সুখবর। কল্যাণী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষার মাধ্যমে স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ই অক্টোবর ২০২২ থেকে ৩১শে অক্টোবর ২০২২ পর্যন্ত প্রার্থীরা দূরশিক্ষায় স্নাতকোত্তর (MA/MSC) পড়তে আবেদন করতে পারবেন।



M. A & M. Sc. Eligibility Criteria সহ অন্যান্য তথ্য নোটিশে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কলা বিভাগের বাংলা, ইংরাজী, ইতিহাস ও এডুকেশনে ভর্তি হতে পারবে প্রার্থীরা পাশাপাশি বিজ্ঞান বিভাগে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, ভূগোল ও গণিতে স্নাতকোত্তর করতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে।



বিস্তারিত জানতে অফিসিয়াল https://www.dodl.klyuniv.ac.in/ ওয়েবসাইটে ভিজিট করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code