Chhath Puja 2022 :  ছট পূজার প্রথম দিনেই  জলা অভিষেক করতে ছট ব্রতীদের ঢল





 Chhath Puja 2022 : রবিবার বিকেলে ছট পূজার প্রথম দিনেই অস্তগামী সূর্য পূজার জলা অভিষেক করতে ছট ব্রতীদের ঢল দেখা গেলো মাইথনের থার্ড ডাইক সহ আসানসোলের বিভিন্ন ছট ঘাটে।

এদিন মাইথন থার্ড ডাইক জলাধারে আশে পাশের তো বটেই পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও আসে ছট পুজো করতে ছটব্রতীরা।প্রথম দিন অস্তগামী সূর্যের পুজোয় শুরু হয় জলা অভিষেক করে ও আগামী কাল ভোরে আবার পুনরায় নদীঘাটে পুজো করা হবে উদীয়মান সূর্যের সাথে।


মাইথন থার্ড ডাইক ছট ঘাটে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের কড়া নিরাপত্তা।সাথে ছটঘাট পরিদর্শন করেন সালানপুর বিডিও অদিতি বসু।একইসাথে মাইথন থার্ডডাইকে অনুষ্ঠিত ভক্তি সংগীতানুষ্ঠান।



তাছাড়া এদিন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগিমের মেয়র বিধান উপাধ্যায় নিজেও সালানপুর ব্লকের বনজেমারী ছটঘাট,হিন্দুস্তান কেবেলসের ছটঘাট পরিদর্শন করেন এবং সকলের মঙ্গল কামনা প্রার্থনা করেন।