Latest News

6/recent/ticker-posts

Ad Code

মৌন যাত্রা,মাথায় বিসর্জন ঘট, হাতে মোমবাতি, বুকে কাল ব্যাচ-জলপাইগুড়িতে বিসর্জন পর্ব

মৌন যাত্রা,মাথায় বিসর্জন ঘট, হাতে মোমবাতি, বুকে কাল ব্যাচ-জলপাইগুড়িতে বিসর্জন পর্ব

men and women




জলপাইগুড়ি:

মৌন যাত্রা,মাথায় বিসর্জন ঘট, হাতে মোমবাতি, বুকে কাল ব্যাচ-জলপাইগুড়িতে বিসর্জন পর্ব এভাবেই সম্পন্ন হলো শুক্রবার জলপাইগুড়িতে বিসর্জন পর্ব।

মালবাজারের মাল নদীতে হরপা বানে মৃত দের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার জলপাইগুড়ি শহরের ক্লাব রোডের শিক্ষা, আরক্ষা ও পূর্ত দপ্তর দূর্গা পুজো কমিটির সদস্যরা নিজেদের পুজোর বিসর্জন পর্ব সারলেন।

women with candle

মহিলা দের মাথায় দেবী দুর্গার সেই বিসর্জন ঘট, বুকে কালো ব্যাচ আর হাতে মোমবাতি, নেই ঢাকের আওয়াজ নেই দূর্গা মাইকী জয় ধ্বনি।

এমন বিসর্জন প্রসঙ্গে কমিটির কোষাধাক্ষ গোপাল রায় জানান, বুধবার রাতে মালবাজারের মাল নদীতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে যারা চিরো তোরে হারিয়ে গিয়েছেন এবং যারা আহত, তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়ে এবার আমরা মৌন ভাবে মঙ্গল ঘট মাথায় নিয়ে মা দুর্গার বিসর্জন পর্ব সমাপ্ত করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code