wb da news, da news west bengal today, wb da news today, ডিএ মামলা
দুই পক্ষের শুনানি শেষ। আজ ২২ সেপ্টেম্বর হাইকোর্টে ডিএ (dearness allowance) মামলার রিভিউ পিটিশনের রায় ঘোষণা এবং আদালত অবমাননার বিষয়ে শুনানি ।
ইতিমধ্যে আদালতে সরকারের এজি বলেন, রাজ্য সরকার ২০০৯ সালের পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনেই ডিএ দিয়েছে। পরে ২০১৮-১৯ সালে ডিএ (dearness allowance) নিয়ে ষষ্ঠ, সপ্তম বেতন কমিশনের সুপারিশ করা হয়েছিল তা রাজ্য সরকার মানেনি। তাহলে কেন সেই হারে ডিএ দেওয়া হবে?
এরই বিরোধিতা করে গত ৯ সেপ্টেম্বর মামলাকারীদের পক্ষে জোরালো সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হাইকোর্টই রায় দিয়েছিল ডিএ (dearness allowance) কর্মচারীদের অধিকার। এটা কোনও দয়ার দান নয়। তাহলে রাজ্য সরকার কেন তা দেবে না? সেইসঙ্গে বিকাশবাবু আরও বলেন, মূল্য সূচকের ভিত্তিতে সমস্ত রাজ্য সরকার ডিএ (dearness allowance) দেয়। তাহলে বাংলায় কেন তা থেকে বঞ্চিত হবেন রাজ্য সরকারি কর্মচারীরা?
আজ কলকাতা হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজ্যের সরকারী কর্মচারীরা। সকাল ১০ টা ৩০ মিনিটে ডিএ (dearness allowance) মামলার রিভিউ পিটিশনের রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊