মর্মান্তিক দূর্ঘটনা, গোয়ালঘর ও শোবার ঘর পুড়ে ছাই দিনহাটার সাহেবগঞ্জ এলাকায়
সাহেবগঞ্জ: পূর্ব দীঘলটারী এলাকায় গোয়ালঘর ও একটি শোবার ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় চাঞ্চল্য।
ঘটনার বিবরণে জানা গিয়েছে আজ বুধবার ভোর আনুমানিক সাড়ে চারটে নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দীঘলটারী এলাকায় পূর্ন নারায়ন বর্মন ও অখিল নারায়ন বর্মনের গোয়ালঘরে আগুন লাগে। সেই আগুন থেকেই গোয়ালঘরের পাশে থাকা একটি শোবার ঘর পুড়ে ছাই হয়ে যায়।
যদিও আগুন লাগার ঘটনায় গৃহপালিত পশুর কোন ক্ষতি হয়নি। জানা গিয়েছে গোয়ালঘরে গরুকে মশা থেকে বাঁচাতে আগুনের কুন্ড দেওয়া হয়েছিল। সেই কুন্ড থেকেই আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা। তবে দমকল পৌঁছানোর আগেই গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোয়ালঘর ও শোবার ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়।
দু:খ জনক
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন