Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্টেট জোনাল জাতীয় অথলেটিক প্রতিযোগিতায় সোনা জয় অনুপ্রিয়ার

স্টেট জোনাল জাতীয় অথলেটিক প্রতিযোগিতায় সোনা জয় কুশমন্ডির অনুপ্রিয়ার

Anupriya



দক্ষিণ দিনাজপুর: রাজ্য অ্যাথলিট মিটে সোনা জয়ের পরে ৩৩ তম স্টেট জোনাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক লাভ করল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির অনুপ্রিয়া রায়। 



উল্লেখ্য গত ৫ই আগস্ট রাজ্য মিটে অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিনিধি হিসেবে স্বর্ণপদক জয় করেছিল কুশমন্ডি মানকর হাই স্কুলের ছাত্রী অনুপ্রিয়া রায়। রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল কলকাতায়। এরপরই ১০ই সেপ্টেম্বর বিহারের পাটনায় পাটুলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে স্টেট জেনারেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আসর বসে ছিল। সেখানেই আবারও বিজয়ী হয়ে কুশমন্ডির নাম উজ্জ্বল করেছে সুবর্ণপুর গ্রামের নীলকান্ত রায় ও প্রতিমা রায়ের মেয়ে অনুপ্রিয়া রায়। 



মঙ্গলবার কুশমন্ডিতে পৌঁছাতেই সোনার মেয়েকে স্বাগত জানাতে ভিড় জমান এলাকার বহু মানুষ। বুধবার কুশমন্ডি মানকর উচ্চ বিদ্যালয় অনুপ্রিয়া রায়কে সংবর্ধনা জানানো হয়। আগামী দিনে অনুপ্রিয়া রায় আরও কোন কোন পুরস্কার আনবে জাতীয় এবং আন্তর্জাতিক স্তর থেকে, সেদিকেই চেয়ে রয়েছেন ক্রীড়া প্রেমী মানুষ থেকে শুরু করে সকল কুশমন্ডিবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code