Breaking

Thursday, September 22, 2022

জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন

টোটো চলাচল নিষিদ্ধ জারি দক্ষিণ দিনাজপুরে

Toto




দক্ষিণ দিনাজপুর জেলার জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন।



অবশেষে দীর্ঘ জট কাটিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন।



দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জাতীয় সড়কের উপর টোটোর দাপাদাপির জেরে সারা জেলার পাশাপাশি সমস্ত পকেট রুটেও দীর্ঘ কয়েকদিন ধরে বাস পরিষেবা বন্ধ রেখেছিল বাস মালিকরা। যদিও পরে প্রশাসনের আশ্বাস পেয়ে পুনরায় বাস পরিষেবা চালু করেন তারা। বাস মালিকরা জাতীয় সড়কে টোটোর দাপাদাপি বন্ধ করানো সহ বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরে প্রশাসনের দারস্ত হন । সেই মোতাবেক সরকারি নিয়ম জারি করে অবশেষে জাতীয় সড়কে টোটোর দাপাদাপি বন্ধ করল জেলা প্রশাসন। এমনই তথ্য জানিয়েছেন জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা। 



এদিকে এমন খবর পেতেই জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন বাস চালক ও মালিকেরা। 



জানা গিয়েছে, চলতি মাসের আগামী মঙ্গলবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে টোটোর দাপাদাপি রুখতে ও পুজোর আগে যানজট রুখতে জেলার জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করতে চলেছে জেলা প্রশাসন। নিয়ম না মানলে টোটো ধরপাকড় শুরু করবে জেলা প্রশাসন বলে সূত্রের খবর।