TET: পুজোর আগে ৬৫ জনকে চাকরির নির্দেশ হাইকোর্টের


Kolkata High Court

পুজোর আগে ফের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালো কলকাতা উচ্চ আদালত। ১৮৫ জনের পর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের চাকরি পেতে চলেছে ৬৫ জন। টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।



এর আগে ৩ দফায় মোট ১৮৫ চাকরিপ্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোর্টের নির্দেশ মেনে কাউন্সিলিং হয়েছে, নিয়োগপত্রও দেওয়া হয়েছে। এর আগে ৩ দফায় মোট ১৮৯ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। তার মধ্যে ১৮৫ জনের নিয়োগ হয়ে গিয়েছে। টেকনিক্যাল কারণে ৪ জনের নিয়োগ এখনও হয়নি। এখন আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হল।



এদিন আদালতের সাফ নির্দেশ পুজোর আগে নিয়োগ প্রক্রিয়ায় শুরুর। আদালত, ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। সবে মিলে কোর্টের নির্দেশ মোট ২৫৪ জন চাকরি পেতে চলেছেন।