Durga Puja 2022: নিরুদ্দেশের খোঁজে- থিম গঙ্গারামপুর ফুটবল ক্লাবের

Durga Puja 2022: নিরুদ্দেশের খোঁজে- থিম গঙ্গারামপুর ফুটবল ক্লাবের

Durga Puja 2022




দক্ষিণ দিনাজপুর: 

দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য বিগ বাজেটের দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম, গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপুজো। গঙ্গারামপুর ফুটবল ক্লাবের এবারের দুর্গাপূজো ৪৫ পদার্পণ করল। এই ক্লাবের এবারে থিম থাকছে "নিরুদ্দেশের খোঁজে"। পাট আঁশ দিয়ে ও পাটের সমস্ত কিছু দিয়ে তৈরি হচ্ছে মডেল থিম যেখানে রয়েছে প্রচুর নারী পুরুষ ও শিশুদের মডেল সহ বিভিন্ন রকম পশু ও জীবজন্তুর মডেলও যা দর্শকদের নজর কারবে ও আকর্ষিত করবে বলে আশাবাদী ক্লাবের প্রত্যেকটি সদস্যরা। এবছরের গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গা প্রতিমা থেকে শুরু করে পূজো মণ্ডপ ও পাট দিয়ে মডেল তৈরি করছেন পূর্ব মেদিনীপুর থেকে আগত শিল্পী ও কারিগররা। 



এই থিমের উদ্দেশ্য মানুষের জীবন থেকে যেসব কিছু হারিয়ে গেছে সেগুলি এই থিমের মাধ্যমে তুলে ধরে দর্শনার্থী ও দর্শকদের উপহার দেওয়ায় প্রধান উদ্দেশ্য ফুটবল ক্লাবের। বরাবরই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপুজোয় আলাদা আকর্ষণ থাকে এবং অন্যতম। এখানে প্রতিবছর ফুটবল মাঠে দুর্গা পূজাকে কেন্দ্র করে মেলা বসে এবং বিনোদনের জন্য অনেক কিছুর ব্যবস্থা হয়ে থাকে। 



প্রসঙ্গত, গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপূজা প্রতি বছরই জেলার মধ্যে সেরার শিরোপা পেয়ে এসেছে এবং এবারও তারা আশাবাদী তাদের ক্লাবের পুজো জেলার মধ্যে সেরা হবে এবং এবিষয়ে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের প্রত্যেকটি সদস্যরা ১০০ শতাংশ আশাবাদী। এবারের গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপূজায় দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি দর্শক হবে এবং ক্লাবের এই নতুন থিম সকলের নজর কাড়বে বলে জানান পুজো কমিটির সম্পাদক গৌর ঘোষ।পুজোকে কেন্দ্র করে ফুটবল ক্লাবের তরফে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফুটবল ক্লাব প্রাঙ্গণ এলাকার মহিলা ও ক্লাবের মহিলাদের দিয়ে জি বাংলায় বহুল প্রচলিত দিদি নাম্বার ওয়ানের আদলে অনুষ্ঠান, এবং পূজার পাঁচ দিনই থাকছে নানান অনুষ্ঠান ও বিশেষ আকর্ষণ। এবছর গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপূজার বাজেট রয়েছে কুড়ি লক্ষ টাকা। 



গঙ্গারামপুর ফুটবল ক্লাবের পুজোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে এর পাশাপাশি নতুন থিম উপহার দেওয়ার জন্য পুজো মণ্ডপ ও প্রতিমা তৈরীর ব্যস্ততা চলছে শিল্পীদের নিপুন দক্ষ হাত দিয়ে। হাতেগোনা মাত্র আর কয়েকদিন তার আগে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দূর্গাপুজো নিয়ে মেতে উঠেছে ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ