রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প অবৈধ, ঘোষণা আদালতের 

দুয়ারে রেশন


রাজ্যের ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্পকে অবৈধ ঘোষণা আদালতের। বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে রাজ্যের ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্প নিয়ে মামলার শুনানি হয়। দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন বেশ কিছু ডিলার৷ সিঙ্গল বেঞ্চে আবেদন খারিজ হলে ডিভিশন বেঞ্চে যান তাঁরা।



ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ সেই কারণেই এটিকে অবৈধ বলে ঘোষণা করল আদালত৷ আদালতের তরফে বলা হয়েছে, এই প্রকল্প ‘‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন- ২০১৩’’-এর পরিপন্থী।



কোভিড কালে সাধারণ মানুষের সুবিধায় ২০২১ সালের, ১৬ নভেম্বর থেকে দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার৷ সেই প্রকল্পেই এ বার বাধ সাধল হাইকোর্ট৷ সূত্রের খবর শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য।