Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC: কাটছে না আইনি জট, এখনি ডেটা রুম পাচ্ছে না SSC

SSC: কাটছে না আইনি জট, এখনি ডেটা রুম পাচ্ছে না SSC

SSC



কাটছে না আইনি জট। ফলে এখনি ডেটারুম হাতে পাচ্ছে না SSC । এক রিপোর্টে বলা হয়েছে এখনই ডেটা তথা সার্ভার রুম হাতে পাবে না স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সোমবার অন্য একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।




৭ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো নথি প্রয়োজন হলে সিবিআই ও এনআইসি মারফত জানতে পারবে এসএসসি পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আপাতত সিবিআই এবং এনআইসির মুখাপেক্ষী থাকতে হবে।



দীর্ঘ আট বছর ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকে। আইনি জটিলতার কারণে যে অল্প কিছু ইন্টারভিউ নেওয়া বাকি ও নিয়োগ বাকি তা করতে পারছে না বোর্ড। ফলে আদালতের দিকে তাকিয়ে চাকরি প্রার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code