অবশেষে বহু বিতর্কের পর রাজা রানীর মূর্তি বসলো কার্জন গেটে

অবশেষে বহু বিতর্কের পর রাজা রানীর মূর্তি বসলো কার্জন গেটে

Karjon gate



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

১৯০২-১৯০৩ সাল নাগাদ বিজয় চন্দ মহাথের মহিমা উপলক্ষে বর্ধমান শহরের উপকণ্ঠে স্থাপন করা হয়েছে এই তোরনটি।নাম রাখা হয় বিজয় তোরন। ১৯০৪ সাল নাগাদ বর্ধমানে আসেন লর্ড কার্জন।এর পর থেকে এই তোরনটির নাম কার্জন গেট হিসেবে পরিচিত।



গেটের আর্ক ৮ টি গোল আকৃতির কলাম দ্বারা সমর্থিত। তিনটি নারী মূর্তি, তলোয়ার, নৌকা এবং কাঁঠার কাঁধে হাতে হাতে, কৃষি ও বাণিজ্যের অগ্রগতিতে আর্কাইভের উপর। দরজার উপরের অংশে বিশ এক দৃষ্টান্ত রয়েছে। কাঠামোটি ইতালির রাজধানীর নির্মিত একটি গেটের দ্বারা অনুপ্রানিত হয়ে নির্মিত।তোরনের নিম্নাংশে টেরাকোটা কাজ করা কারুকার্য। এই টেরা কোটা কারুকার্যের সামনে বসানো হয়েছে রাজা রানীর মূর্তি। 



এই মূর্তি বসানোকে কেন্দ্রকরে বহু বিতর্ক সৃষ্টি হয়েছে।ইতিমধ্যেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এমনকি খোদ বর্ধমানবাসী তথা বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও এই মূর্তি বসানো নিয়ে ব্যাপক সমালোচনা করা হয়েছে।এই সমালোচনার মধ্য দিয়েই ধুম ধামের সঙ্গে উদ্বোধন করা হলো রাজা রানীর মূর্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ