Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যকে ফের তলব ইডির


Manik bhattacharjee




মানিক ভট্টাচার্যকে তলব ইডির। টেট ( TET ) নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya ) আগামী সপ্তাহে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

এর আগে ২৭শে জুলাই ইডির দপ্তরে জিজ্ঞসাবাদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একটি সিডি তল্লাশির সময় খুঁজে পায় ইডি, যেখানে ২৬৯ জনের নাম ও তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা যায়। সেই বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তাঁকে ডেকে এর আগে ডেকে পাঠিয়েছিল ইডি।



প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০ই জুন পর্ষদের সভাপতি থেকে সড়িয়ে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে।