Latest News

6/recent/ticker-posts

Ad Code

Durga Puja 2022: কলকাতা থেকে জেলা পুজোর কার্নিভাল কবে? পুজোর সূচী ঘোষনা মুখ‍্যমন্ত্রীর

Durga Puja 2022: কলকাতা থেকে জেলা পুজোর কার্নিভাল কবে? পুজোর সূচী ঘোষনা মুখ‍্যমন্ত্রীর


Cm




আজ 22শে আগস্ট বিকাল 4টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকাতার 2706 টি পূজা কমিটির প্রতিনিধিরা পাশাপাশি জেলাগুলি থেকে প্রায় 32,000 পুজো কমিটির প্রতিনিধি ভার্চুয়ালে এই আলোচনা সভায় যোগ দেন। সেখান থেকেই কলকাতা-সহ রাজ্যের সব জেলায় দুর্গাপুজোয় কার্নিভাল হবে বলে জানালেন মুখ‍্যমন্ত্রী।




আগামী ৮ অক্টোবর জেলাগুলিতে হবে কার্নিভাল। পরদিন কলকাতায় কার্নিভাল হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দুর্গাপুজোর নিরঞ্জনের দিনক্ষণও ঘোষণা করেছেন।




তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। ২৯ সেপ্টেম্বর হচ্ছে মহাচতুর্থী। ৩০ সেপ্টেম্বর হচ্ছে মহাপঞ্চমী। ১ অক্টোবর হচ্ছে মহাষষ্ঠী। ২ অক্টোবর হচ্ছে মহাসপ্তমী। ৩ অক্টোবর হচ্ছে মহাষ্টমী। ৪ অক্টোবর হচ্ছে মহানবমী। ৫ অক্টোবর হচ্ছে বিজয়া দশমী। বিসর্জনের দিন ঠিক করা হয়েছে ৫ অক্টোবর, ৬ অক্টোবর, ৭ এবং ৮ অক্টোবর। ৯ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ফাতেহা দোয়াজ দাহাম আছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code