Latest News

6/recent/ticker-posts

Ad Code

Jacqueline Fernandez: সাংবাদিকতা থেকে অভিনেত্রী, জন্মদিনে জানুন জ‍্যাকলিনের অজানা কথা

Jacqueline Fernandez: সাংবাদিকতা থেকে অভিনেত্রী, জন্মদিনে জানুন জ‍্যাকলিনের অজানা কথা

Jacqueline Fernandez



শ্রীলঙ্কা থেকে ভারতীয় সিনেজগৎ বলিউডে বর্ণময় অভিনয় জীবন। পড়াশুনা করেছেন সাংবাদিকতার পেশায় প্রবেশের শেষমেশ তিনিই হলেন বলিউড অভিনেত্রী। জ‍্যাকলিন আজ তার জন্মদিন। ১৯৮৫ সালে শ্রীলঙ্কার বাহরিনে জন্মগ্রহন করেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ।



স্কুল জীবন শেষ করে সিডনি থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনা করেন। কিছুদিন তিনি টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি। তারপর, মডেলিং হিসেবে গ্ল‍্যামার দুনিয়ায় পা রাখেন। ২০০৬-এ জেতেন মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব।

Jacqueline Fernandez



২০০৯ সালে আলাদীন (Aladin) ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জ্যাকলিন। এরপর কিক, রয়, রেস ২ সহ একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন জ‍্যাকলিন। এমনকি তেলেগু ছবিতেও অভিনয় করেন তিনি। কেবল অভিনয় নয়, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি।

Jacqueline Fernandez



পশুপাখিদের প্রতি যেমন তার প্রেম আবার লক ডাউনে অসহায় মানুষদের খাবারের জোগান দিয়ে তাঁদের পাশেও থেকেছেন। পেটা ইন্ডিয়া (PETA) তাঁকে ২০১৪ সালে ওম্যান অফ দ্য় ইয়ার (Woman of the Year) বা বছরের সেরা মহিলা হিসাবে অভিহিত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code