Upper Primary এবং SSC Class ix-x এর চাকরীপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর 

lady teachers



WBSSC এর (WBSSC Teachers Recruitment 2022) পক্ষ থেকে খুব দ্রুত  ক্লাস নাইন এবং টেনের (WBSSC Teachers Recruitment 2022) ব্রেকআপ মার্কস অর্থাৎ একাডেমিক থেকে শুরু করে প্রফেশনাল এবং টেটে প্রাপ্ত নাম্বারের বিভাজন ওয়েবসাইটে আপলোড করা হবে । ইতিমধ্যে আদালত নির্দেশ দিয়েছে,  15 জুলাইয়ের মধ্যে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নবম-দশমের মেধা তালিকা ভুক্ত প্রার্থীদের লিখিত,ভাইভা এবং শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে এবং তার সঙ্গে আবেদন পত্রও আপলোড করতে হবে ।

সূত্রের খবর, জোরকদমে চলছে প্রস্তুতি, খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ক্লাস নাইন এবং টেনের ব্রেকআপ মার্কস (WBSSC Teachers Recruitment 2022) । পরবর্তী শুনানি ২০ জুলাই । 

ইতিমধ্যে এনআইসি (NIC),সিবিআই (CBI) এবং কমিশনের প্রযুক্তিবিদ এবং টেকনিক্যাল এক্সপার্টরা সার্ভার রুমে এই তথ্য সংক্রান্ত যাবতীয় কাজ করছে বলে জানা যাচ্ছে। 

একইসাথে আপার প্রাইমারি নিয়েও রয়েছে সুখবর, উচ্চপ্রাথমিক নিয়ে যে গ্রিভেন্স প্রক্রিয়া শুরু হয়েছিল তা ইতিপূর্বে শেষ হয়েছে। এখন ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতিও চলছে। খুব শীঘ্রই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর।