রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিরাট প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে ! বিস্তারিত রিপোর্ট তলব কলকাতা উচ্চ আদালতের
শিক্ষক নিয়োগ বন্ধ দীর্ঘ কয়েকবছর । তার উপর উৎসশ্রীতে শিক্ষক ট্রান্সফারের ফলে গ্রামের স্কুলগুলি শিক্ষক শূন্যতায় বেশি করে ভুগছে। শিক্ষা ব্যবস্থা বিরাট প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে।
এবার রাজ্যের কাছে সরকারি স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক রয়েছে কিনা তার বিস্তারিত রিপোর্ট তলব করলো কোলকাতা উচ্চ আদালত। এর আগেও এই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। সেই রিপোর্ট সন্তুষ্ট হননি বিচারপতি।
এই অবস্থায় ফের রাজ্যে সরকারি স্কুলগুলির বর্তমান পরিস্থিতি নিতে সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। জানাযাচ্ছে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে সম্প্রতি ইউনেস্কো-এর রিপোর্টে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়৷ তার পরই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন শুভ্রপ্রকাশ লাহিড়ী নামে এক ব্যক্তি। বাঁকুড়া ও আসানসোল এলাকার তিনটি স্কুলের বেহাল অবস্থা উল্লেখ করে এই জনস্বার্থ মামলা করেন তিনি।
এই মামলার শুনানি ছিল সোমবার, ১৮ জুলাই। শুনানি শেষে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ছাত্র-শিক্ষক অনুপাত সহ বেশ কয়েকটি বিষয়ে রিপোর্ট তলব করেছে৷ ২৯ আগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊