SSC SCAM: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তলব CBI-র

SSC SCAM



শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC SCAM) কাণ্ডে নয়া মোড়। এবার শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক দুর্নীতি মামলায় শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীশ জৈনকে তলব করল সিবিআই(CBI)। আজকেই হাজিরা দিতে হবে তাঁকে।




জানা যায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতি মামলায় উঠে আসা উপদেষ্টা কমিটি কার নির্দেশে তৈরি হয়েছে তা জানতে তলব করে পাঠানো হয়েছে মনীশ জৈনকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-নীতি মামলার তদন্তে সিবিআই এবার শিক্ষা দপ্তরের প্রধান সচিব প্রশ্ন করা হবে। যাবতীয় খুঁটিনাটি জানতে চাওয়া হবে তার কাছে এমনটাই খবর।


‘এসএসসি-র উপদেষ্টা কমিটি গঠনের ফাইল পাঠিয়েছিলেন মণীশ। জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কার নির্দেশে ফাইল পাঠিয়েছিলেন মণীশ? কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি?’ জানতে শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে তলব সিবিআইয়ের।