প্লাষ্টিক বিরোধী অভিযানের পর স্কুল থেকে দেওয়া টিফিন খেয়ে অসুস্থ পড়ুয়ারা, রণক্ষেত্র এলাকা 


Student



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান: 


প্রাথমিক স্কুলের ছেলেমেয়েদের নিয়ে প্লাষ্টিক বিরোধী অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মেমারী থানার আউশা এলাকা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মেমারী থানার পুলিশকে বেপরোয়া লাঠিচার্জও করতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। 



এদিন নবস্থা গ্রাম পঞ্চায়েতের নির্দেশে আউশা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্লাষ্টিক বর্জন একটি মিছিল করা হয়। প্রায় ১ কিমি র‌্যালির পর স্কুলে পৌঁছে ছাত্র ছাত্রীদের দেওয়া হয় কেক ও গ্লুকোজ।আর এই খাবারের পর থেকেই শিশুরা অসুস্থ হতে শুরু করে।সঙ্গে সঙ্গে এদের নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।সেখানে দ্রুততার সাথে চিকিৎসা চালান চিকিৎসকেরা।বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সভাধিপতি শম্পা ধারা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম।




কিন্তু স্কুলে কর্তৃপক্ষ এব্যাপারে ইতিবাচক ভূমিকা না নেওয়ার জেরেই অভিভাবক সহ এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসীরা এদিন নবস্থা ১নং গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। অসুস্থ হওয়ার পরও পঞ্চায়েতের এ্যাম্বুলেন্সকে ব্যবহার করতে না দেওয়ায় এ্যাম্বুলেন্সে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পঞ্চায়েত অফিসের কর্মীদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ। 



খবর পেয়ে মেমারী থানার পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। এই সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা থেকে শুরু হয় খণ্ডযুদ্ধ। দুপক্ষই বেপরোয়া ইঁট পাটকেল ছুঁড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এরপরই পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠিচার্জ করে।