Latest News

Ad Code

New President of Sri Lanka : শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেই

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেই

রনিল বিক্রমাসিংহেই



অবশেষে আজ পার্লামেন্ট সদস্যদের (MP) ভোটে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহেই। ২২৫ আসনের মধ্যে তিনি ভোট পেয়েছেন ১৩৪টি। খবর আল-জাজিরা ও শ্রীলঙ্কান মিররের।


জানাগেছে, একজন এমপি ভোটদানে বিরত ও একজন অধিবেশনে অনুপস্থিত থাকায় জয়ের জন্য প্রয়োজন ছিল ১১২ ভোট।


অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে থাকা শ্রীলঙ্কায় আজ বুধবার  নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর দুই প্রার্থীর মধ্যে দুলাস আলহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট আর অনূঢ়া কুমারা দিসানায়েকে পেয়েছেন মাত্র ৩ ভোট।


প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে শুরুতে প্রার্থী ছিলেন চারজন। তবে দুলাসের সমর্থনে শেষ পর্যন্ত সরে দাঁড়ান সঙ্গী জন বালাওয়েগারের (এসজেবি) সাজিথ প্রেমাদাসা।


গত সপ্তাহে গণরোষের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালালে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে যেতে হয় লঙ্কান পার্লামেন্টের এমপিদের। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code