চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

Money fraud for naming providing job




চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ বর্ধমানে। চাকরি দেওয়ার নামে দু লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কর্মরত এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যাক্তির বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত সুব্রত কুমার সরকার।



খন্ডঘোষ থানা এলাকার বাসিন্দা সুব্রত বাবু বলেন পরিচিতির সুবাদে খণ্ডঘোষ থানার মাসিলা গ্রামের বাসিন্দা ভক্ত মন্ডোল বিশ্ববিদ্যালয়ে চাকুরি করে দেবার জন্য দুলক্ষ টাকার দাবী করেন।চাকুরির আশ্বাস পেয়ে চার কাঠা জমি বিক্রি করে দু লক্ষ টাকা দেন তিনি। দীর্ঘদিন পেরিয়ে গেলও চাকরির কোনো খবর না আসায় ভক্ত মন্ডলের কাছে গেলে ভক্ত বাবু চেক মারফত পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দেন। বাকি টাকা ধিরে ধিরে ফিরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিলেও এখোনো পর্যন্ত কোনো টাকা না পাওয়ায় ভক্ত মন্ডলের কাছে গেলে পাল্টা হুমকি দেন বলে অভিযোগ করেন বৃদ্ধা।



প্রতারিত হয়েছেন জেনে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেন 70 বছরের বৃদ্ধা সুব্রত সরকার। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল‍্য বর্ধমানে। অভিযোগ পত্রে সুব্রত সরকার তার ছেলের চাকরির জন‍্য এই টাকা তিনি জমি বিক্রি করে ও পোস্ট অফিস থেকে কিছু টাকা তুলে দেন। এখন সেই টাকা ফেরাতে পারছেন না আর পাচ্ছেন না চাকরিও।