Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী Shinzo Abe !

TOKYO: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো (Shinzo Abe) আবে নারা শহরে বক্তৃতার সময় গুলিবিদ্ধ, হামলা


Shinzo Abe
Shinzo Abe 


এইমাত্র জাপান থেকে এসেছে বড় খবর। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe) গুলিবিদ্ধ হয়েছেন। 


আজ পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎই মেঝেতে লুটিয়ে পড়েন (Shinzo Abe)। সেই সময় পরপর দুবার গুলির শব্দ শোনা গেছে এবং আবের শরীর থেকে রক্ত ঝড়তে দেখা গেছে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে।


নারা শহরে এ হামলার ঘটনা ঘটে। জাপানের বার্তা সংস্থা এনএইচকে ( NHK) এ খবর দিয়েছে।


আরেকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতার সময় তিনি (Shinzo Abe) মেঝেতে লুটিয়ে পড়েন। তিনি আহত হতে পারেন বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে।

বিস্তারিত আসছে...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code