Latest News

6/recent/ticker-posts

Ad Code

Jalpaiguri News : অ্যাম্বুলেন্সে রোগীর বদলে নিয়ে যাওয়া হচ্ছিল প্যাকেটে প্যাকেটে মদ

অ্যাম্বুলেন্সে রোগীর বদলে নিয়ে যাওয়া হচ্ছিল প্যাকেটে প্যাকেটে মদ

Jalpaiguri News




ধূপগুড়িঃ অ্যাম্বুলেন্সে সাদা কাপড় ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পেটি পেটি মদ । কি চমকে গেলেন না তো ? হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে জলপাইগুড়ি জেলায় । জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে এমন‌ই এক ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ধূপগুড়ির ঠাকুরপাট এলাকায় এই ঘটনা ঘটে । ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকায় একটি অ্যাম্বুলেন্স রাস্তায় হঠাৎই খারাপ হয়ে যায় । এরপর এলাকার বাসিন্দারা গাড়িটির কাছাকাছি গেলে গাড়িতে উঁকি ঝুঁকি মারতেই দেখে রোগীর বদলে সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে মদের বোতলের প্যাকেট । আর তা দেখে চক্ষু চরকগাছ ঠাকুরপাট এলাকার স্থানীয় বাসিন্দাদের ।

স্থানীয়রা জানায়, রাস্তার পাশে অ্যাম্বুলেন্স খারাপ দেখে আমরা ছুটে যাই । পরবর্তীতে গিয়ে গাড়িটিতে একটু উঁকি মারতেই দেখতে পাওয়া যায় এই অদ্ভুত কান্ড । অ্যাম্বুলেন্সে সাদা কাপড় ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পেটি ভর্তি মদ ।

ঘটনা জানাজানি হতেই পরিস্থিতি খারাপ দেখে অ্যাম্বুলেন্স ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাশি সহ আরো একজন । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ । পরবর্তীতে মদসহ গাড়িটিকে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code