Group D Scam: গ্রুপ ডি দর্নীতিতেও নাম জড়ালো পার্থ চট্টোপাধ‍্যায়ের!

Partha Chaterjee




স্কুল সার্ভিস কমিশন (SSC) -র দুর্নীতি মামলার পর এবার গ্রূপ ডি দুর্নীতিতেও নাম জড়ালো রাজ‍্যের শিল্পমন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ‍্যায়ের (Partha Chaterjee) নাম। জানা যাচ্ছে ইডি (ED)- র তল্লাশিতে তাঁর বাড়িতে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পাওয়ার দাবি করেছে ইডি(ED)।



ইডি (ED) আদালতে জানিয়েছে, পার্থ চট্টোপাধ‍্যায়ের বাড়ি থেকে গ্রুপ ডি সংক্রান্ত নথি পাওয়া গেছে। ইডির দাবি, ২০১৬ সালের Group D নিয়োগে ফাইনাল রেজাল্ট, বেশকিছু অ্যাডমিট কার্ড, পার্সোনালিটি টেস্টেরও কিছু নথি মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম রয়েছে। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর পাওয়া গিয়েছে।



ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন। পার্থ-অর্পিতা আর্থিক তছরুপে যোগ রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময় অর্পিতার অস্থাবর সম্পত্তি সংক্রান্ত নথি মিলেছে বলেও জানানো হয়েছে বলে খবর।




SSC দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ‍্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি টাকা, গহনা ও সহ একাধিক সম্পত্তির নথি উদ্ধার করেছে ইডি।