প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে এক লক্ষ টাকার উপরে যে কোনো কাজে ই-টেন্ডার (e-Tender) বাধ্যতামূলক
পশ্চিমবঙ্গের যে কোনও সরকারি কাজ এক লাখ টাকা বা তার উপরে যে কোনও কাজ করাতে চাইলেও তার ই-টেন্ডারিং (e-Tender) করা বাধ্যতামূলক। সরকারি কাজে ঠিকাদারি নিয়ে দলবাজি ও দুর্নীতি বন্ধে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ।
গত ২৭শে জুলাই, বুধবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সরকারি দফতর ছাড়াও রাজ্যের সকল স্বশাসিত সংস্থা, আন্ডারটেকিং, বিভিন্ন দফতরের অধীনে থাকা বিধিবদ্ধ সংস্থা, উন্নয়ন পর্ষদগুলিকে এই নীতি (e-Tender) বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে।
আইনি গেরোয় আটকা পড়ার আশঙ্কায় রাজ্য সরকারের একাধিক দফতর বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের অধীনে থাকা বিধিবদ্ধ সংস্থা বা ডেভেলপমেন্ট অথরিটিকে হাতিয়ার করে। অনেক ক্ষেত্রেই এতে মর্জি মাফিক টেন্ডার করে পছন্দের ঠিকাদার নিয়োগ করা হয় বলে অভিযোগ।
পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক order no-3103-F(Y) অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে এক লক্ষ টাকার (₹1,00,000) উপরে যেকোনো কাজ বাধ্যতামূলক ভাবে ই - টেন্ডার (e-Tender) করতে হবে।আগে এই ঊর্ধ্ব সীমা ছিল পাঁচ লক্ষ টাকা।
একই সাথে দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা (₹10,000 - ₹1,00,000) মূল্যের যেকোনো কাজ অফ লাইন টেন্ডার এর মাধ্যমে করতে হবে,আগে যা কোটেশন পদ্ধতিতে করা যেত । বর্তমানে সর্বোচ্চ দশ হাজার টাকা (Upto ₹10,000) মূল্যের কাজ করতে কোটেশন পদ্ধতি নেওয়া যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊