পরবর্তী শুনানির দিন আগামী ২২ জুলাই ঠিক হয়েছে
গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জামিন আবারও নাকচ করল। মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তার জামিন নাকচ করেন। পরবর্তী শুনানির দিন আগামী ২২ জুলাই ঠিক হয়েছে।
এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আদালতে সায়গলের সম্পত্তি হিসাবে একটি পেট্রোল পাম্পের নথি জমা দেওয়া হয়। একইসঙ্গে এদিন আসানসোল সিবিআই আদালতে সায়গলের সার্ভিস বুক জমা করা হয়েছে বলে জানা গেছে ।
মঙ্গলবার সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান,জামিনের আবেদন করেছিলাম কিন্তু সেই জামিনের আবেদন জজ সাহেব খারিজ করে দিয়েছেন এবং আগামী ২২ তারিখ শুনানির ডেট দিয়েছেন। রেজিস্ট্রি অফিস থেকে পুরনো সম্পত্তির নথি জোগাড় করে সিবিআই আজ অর্থাৎ
মঙ্গলবার সেটা জমা করেছেন। আমাদের বক্তব্য ছিল যে সমস্ত নথি কালেকশন করছেন সেগুলো প্রত্যেকটি সরকারি অফিসের নথি। সায়গল হোসেনের থাকার প্রয়োজন নেই। সিবিআই এর পক্ষ থেকে ওনার সার্ভিস বুক জমা করা হয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য গোরুপাচার মামলায় গত ৯ জুন সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। তদন্তে উঠে আসে পেশায় রাজ্য পুলিশের কন্সটেবল সায়গলের নামে – বেনামে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। গত ২৪ জুন তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊