বঙ্গভূষণে ভূষিত হচ্ছেন কোচবিহারের ড. মহেন্দ্রনাথ রায়

Mahendranath roy


বঙ্গভূষণে ভূষিত হচ্ছেন কোচবিহারের ড. মহেন্দ্রনাথ রায়। কোচবিহার জেলার হলদিবাড়ি বক্সিগঞ্জের আদি বাসিন্দা ড. মহেন্দ্রনাথ রায়। তিনি বর্তমানে শিলিগুড়ি শিবমন্দিরের বাসিন্দা। রাজবংশী ভাষায় তাঁর অসাধারন কৃতিত্ব। রাজবংশী সাহিত‍্য ও কৃষ্টির সার্বিক উন্নয়নে ড. মহেন্দ্রনাথ রায়ের ভূমিকার স্বীকৃতি স্বরুপ বঙ্গভূষণে সম্মানিত করবে পশ্চিমবঙ্গ সরকার।



রাজবংশী সমাজের প্রথম উপাচার্য তিনি। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক( ড.) মহেন্দ্রনাথ রায়। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া উত্তরবঙ্গের কোচবিহারে।



কোচবিহার জেলা তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন "ধন্যবাদ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। কোচবিহার জেলার হলদিবাড়ি বক্সিগঞ্জের আদি বাসিন্দা বর্তমানে শিলিগুড়ি শিবমন্দিরের বাসিন্দা, রাজবংশী সমাজের প্রথম উপাচার্য আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক( ড.) মহেন্দ্রনাথ রায় মহাশয় ভূষিত হতে চলেছেন বঙ্গভূষণ সম্মানে। আমরা আনন্দিত ও গর্বিত।। ড. মহেন্দ্রনাথ রায় একজন প্রকৃতঅর্থে বিজ্ঞান সাধক ও পন্ডিত মানুষ। অভিনন্দন স্যার আপনাকে।।"