শুক্রবার আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার আশ্বাস অভিষেকের






৫০০ দিন পেরিয়েও চলছে আন্দোলন। ৫০১ দিন ধরে মেয়ো রোডে আন্দোলন করছেন এসএসসি-র চাকরিপ্রার্থীরা (SSC Job Seekers)। SSC দুর্নীতির অভিযোগে, ২০২১-এর ১৫ মার্চ থেকে আন্দোলন করছেন এই চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ২০১৬-র SSC’র নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় প্রত্যেকেরই নাম রয়েছে। কিন্তু, একজনেরও চাকরি হয়নি। অভিযোগ, তাঁদের থেকে বহু অযোগ্য প্রার্থী লক্ষ লক্ষ টাকা দিয়ে আজ স্কুলের শিক্ষক, শিক্ষিকা। দুর্নীতি অভিযোগে টানা আন্দোলন করে যাচ্ছেন এই আন্দোলনকারীরা। এদিকে আজ আন্দোলনকারীদের একজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ‍্যায়।




জানা যাচ্ছে, আন্দোলনের আজ ৫০১ তম দিনে আন্দোলনকারীদের এক প্রতিনিধির সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সাংসদ। পুরো বিষয়টায় হস্তক্ষেপ করবেন বলে আশ্বাস দেন অভিষেক। চাকরিপ্রার্থীদের ফোন করে আজ প্রায় পাঁচ মিনিট কথা বলেন তিনি। দ্রুত নিয়োগের ব্যাপারে দলের তরফে সরকারকে কী পদক্ষেপ বা আবেদন করা যায়, সেই ব্যাপারে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিষেক। আগামীকাল তিনি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তবে, সেই বৈঠক কখন-কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।




এদিকে বস্তা বস্তা টাকা-সোনা-দানা নিয়ে ইডির হাতে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‍্যায়। একদিকে আজ মন্ত্রীসভার বৈঠক ডেকে সব দপ্তরের দায়িত্ব থেকে অব‍্যাহতি দেওয়া হয় পার্থকে। অন‍্যদিকে বৈঠক ডেকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় তাঁকে। এরপরেই অভিষেকের আন্দোলনকারীদের সাথে যোগাযোগ ও বৈঠক অনেকটা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহালমহল।