West Bengal ICT School Coordinator in Welfare Association
অভীক মিত্র - আজ বীরভূম জেলা পরিদর্শকের অফিসে গন ডেপুটেশন প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ গভার্মেন্ট কন্ট্রাকচুয়াল-এর আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টরদের (Computer instructors) পক্ষ থেকে ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- সরকারি ও সরকারি পোষিত স্কুলগুলিতে কম্পিউটার ইনস্ট্রাক্টর (Computer instructors) হিসেবে দীর্ঘ 2013 সাল থেকে কাজ করে চলেছে govt contractual হওয়ার পরেও যে বেতন কাঠামো সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি । বর্তমানে অগ্নিগর্ভ বাজারদর প্রত্যেকটাদিন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে এই সামান্য পরিমাণ বেতনের টাকায় সংসার চালানো দুর্বিসহ, সবচেয়ে বড় কথা যেখানে govt contractual দের একটা বেতন কাঠামো রয়েছে সেখান থেকে সকলেই বঞ্চিত ।
আর তাই বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধির দাবীতে ডিআই অফিসে গণ স্মারকলিপি প্রদান করা হয় ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊