UUPTWA- র ডাকে DA ও স্থায়ী নিয়োগের দাবীতে কলকাতার রাজপথে মহামিছিল
ইতিমধ্যে কলকাতা উচ্চ আদালত সকল সরকারি কর্মচারী ও শিক্ষকশিক্ষিকা-শিক্ষাকর্মীদের নায্য অধিকার ও প্রাপ্য বকেয়া ডিএ (dearness allowance) ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে বলেছেন রাজ্য সরকারকে । এমন পরিস্থিতিতে DA (dearness allowance) ও স্থায়ী নিয়োগের দাবিকে সামনে রেখে প্রাথমিক শিক্ষকদের রাজনীতি নিরপেক্ষ সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশনের (UUPTWA) আহ্বানে রাজ্যের DA (dearness allowance) থেকে বঞ্চিত বিভিন্ন শিক্ষক ও সরকারি কর্মচারী সংগঠনের ঐক্যবদ্ধ উদ্যোগে আজ কলকাতার রাজপথে এক মহামিছিল সংগঠিত হয়।
আজকের মহামিছিলে মূলত দাবি ছিল দুইটি-
(১) সমস্ত বকেয়া ডিএ (dearness allowance) প্রদান করতে হবে,
(২) সকলশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রে স্বচ্ছভাবে সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়ােগ করাতে হবে।
উস্থির রাজ্য সম্পাদক জানিয়েছেন, উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশন (UUPTWA) -এর আহ্বানে মোট ২৮ টি সংগঠন এদিনের মিছিলে অংশ নেন।
এই সংগঠন গুলির মধ্যে রয়েছে-
1) Confederation of State Government Employees
2) সরকারি কর্মচারী পরিষদ
3) Unity Forum
4) পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী ইউনিয়ন
5) শিক্ষক-শিক্ষকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ
6) ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন {নবপর্যায়)
7) কলিকাতা পৌরনিগম কর্মচারী ইউনিয়ন
৪) বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি (BPTA}
9) Brihattara Graduate Teachers Association (BGTA)
10) Progressive Teachers Association of Bengal (PTAB)
11) All Post Graduate Teachers Welfare Association (APGTWA)
12) West Bengal School & Madrasah Clerks' Association
13) Secondary Teachers & Employees' Association - STEA
14) West Bengal Universities Karmachari Parishad
15) State Forum of Headmasters Headmistress
16) Gorkha Primary Teacher's Organization Darjeeling
17) Sagacious Teacher's & Employees association (School)
18) State Forum of Headmasters and Headmistresses
আঠারোটি সংগঠনের পক্ষথেকে হাজারে হাজারে সরকারী কর্মচারী একসাথে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে সামিল হন। একদিকে যখন কেন্দ্র আবারো ডিএ বৃদ্ধির পথে সেখানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত ডিএ আদায়ের জন্য এই মিছিল রাজ্যকে মহাচাপে ফেলতে চলেছে বলেই অভিজ্ঞ মহলের ধারণা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊