Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Primary Scam: কাঠগড়ায় মানিক ভট্টাচার্য, Live Update

WB Primary Scam: কাঠগড়ায় মানিক ভট্টাচার্য, Live Update



High Court, Primary Education



আজ হাইকোর্টে হাজিরা মানিক ভট্টাচার্যের। সদ‍্য প্রাক্তন পর্ষদ সভাপতিকে গতকাল পদ থেকে অপসারণ করার পর আজ আদালতে হাজিরা দিতে বলেছেন বিচারপতি।



জানা যায় আজ সকালেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের রায়কে চ‍্যালেঞ্জ করেন পর্ষদ। কিন্তু সেই মামলা খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। তারপর আদালতের নির্দেশ মতোই হাজিরা দিতে হল তাঁকে। 



জানা যাচ্ছে হাইকোর্ট, মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্র, পুত্রবধূ-সহ মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব তলব করেছে। ৫ জুলাইয়ের মধ্যে সদ‍্য প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির সম্পত্তির হিসেব তলব করা হয়েছে। এমনকি বিয়ে পর্যন্ত মানিক ভট্টাচার্যের মেয়ের কত সম্পত্তি, তার হলফনামা তলব। ‘হলফনামায় দেওয়া সম্পত্তির বাইরে অন্য কিছু দাবি করা যাবে না’, মানিক ভট্টাচার্যের পরিবারের সম্পত্তির হিসেব তলব করে জানাল হাইকোর্ট। 


আসছে বিস্তারিত.... আপডেট পেতে রিফ্রেস করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code