Dinhata News : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দিনহাটা থেকে সাইকেলে চেপে কালীঘাট, সংবর্ধনা রাজ্য তৃণমূল ভবনে

দিনহাটা থেকে সাইকেলে চেপে কালীঘাট, সংবর্ধনা রাজ্য তৃণমূল ভবনে

some people with bicycle




কলকাতা, সংবাদ একলব্যঃ

উল্লেখ্য গত ৬'জুন দিনহাটা (dinhata) থেকে সাইকেলে চেপে কালীঘাটে (kalighat) মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় দিনহাটা দুই তৃণমূল কর্মী রানা বণিক ও মদন কর্মকার।

মূলত কেন্দ্রীয় সরকারের অস্বাভাবিক পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তারা সাইকেলে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

দীর্ঘ ১০ দিন ধরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সাইকেল চালিয়ে আজ বৃহস্পতিবার কলকাতায় পৌঁছায় ওই দুই তৃণমূল কর্মী। কলকাতায় পৌঁছানোর পর রাজ্য তৃণমূল ভবনে ওই দুই তৃণমূল কর্মীকে সংবর্ধনা জানায় মূল কংগ্রেস নেতৃত্ব।

এদিন সেখানে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়,অলোক দাস,জয়প্রকাশ মজুমদার, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা পৌরসভার উপ-পৌরপতি সাবির সাহা চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ত্বরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ