Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিকে যুগ্ম ভাবে প্রথম অর্নব গরাইকে বিশেষ সংবর্ধনা প্রদান জন প্রতিনিধিদের

মাধ্যমিকে যুগ্ম ভাবে প্রথম অর্নব গরাইকে বিশেষ সংবর্ধনা প্রদান জন প্রতিনিধিদের

Madhyamik 22 topper



৩ রা জুন মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত হয় মাধ্যমিক ২০২২ এর মেধাতালিকা। তালিকায় নাম রয়েছে জেলার ১৩ কৃতির। তাদের মধ্যে রাজ্যে যুগ্মভাবে ৬৯৩ পেয়ে প্রথম হয়েছে গঙ্গাজলঘাটি ব্লকের অর্নব গরাই। আর এই খবর ছড়িয়ে পড়তেই সংবর্ধনা জানাতে কাতারে কাতারে জনপ্রতিনিধিদের ভীড় অর্নবের বাড়িতে। 



সেই মতো গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূলের একটি প্রতিনিধিদল অর্নবকে সংবর্ধনা দিতে আসে তার বাড়িতে। তারা অর্নব গরাইয়ের হাতে তুলে দেন পুষ্প স্তবক এবং মিষ্টির প্যাকেট এবং তাকে সাদা উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়।




এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটি ব্লক যুব তৃণমূলের সভাপতি তারাসঙ্কর মন্ডল,নিত্যানন্দপুর অঞ্চল সভাপতি দেবদাস বাজপাই,জি ঘাটি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্ক্স্য ধবলকান্তি সিংঘসহ ব্লক তৃণমূলের বিশিষ্ট জনেরা।




অর্নব গরাইকে সংবর্ধনা দেওয়ার পাশপাশি ভবিষ্যতে তার পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code