নজর কাড়ল মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা
জেলায় সম্ভাব্য প্রথম মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার খুরশিদ, মেয়েদের মধ্যে খাদিজা
জেলায় ফের নজর কাড়ল মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা। সোমবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফল। আর ফল প্রকাশ হতেই খুশির হাওয়া মুন্সিরহাট জুড়ে।
কোচবিহার জেলার দিনহাটা ১নং ব্লকের ওকড়াবাড়ী এলাকার মুন্সিরহাটের সাদেকিয়া হাই মাদ্রাসার ছাত্র খুরশিদ আলম জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে। খুরশিদের প্রাপ্ত নম্বর ৭১৫। সে বাংলায় ৯৬, ইংরাজীতে ৮০, অঙ্কে ৭৮, ভৌত বিজ্ঞানে ৮৩, জীবনবিজ্ঞানে ৯৪, ইতিহাসে ৯১, ভূগোলে ৯৮, ইসলাম পরিচয়ে ১০০ নম্বর পেয়েছে। খুরশিদে এই ফলে যেমন খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা তেমনিই খুশি এলাকার মানুষজন।
এদিকে যেমন ছেলেদের মধ্যে জেলায় সম্ভাব্য প্রথম খুরশিদ অন্যদিকে মেয়েদের মধ্যে ৬৮৯ নম্বর পেয়ে ওই মাদ্রাসারই ছাত্রী খাদিজা খাতুন মেয়েদের মধ্যে জেলায় সম্ভাব্য প্রথম। অন্যদিকে সাদেকিয়া হাই মাদ্রাসার অপর এক ছাত্র আজিজার রহমান ৭১০ নম্বর পেয়ে নজর কেড়েছে। ভবিষ্যৎ-এ চিকিৎসক হতে চায় খুরশিদ জেলা শিক্ষাদপ্তর থেকে এই খবর পেয়ে আনন্দিত বলেই জানান প্রধান শিক্ষক মতিয়ার রহমান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊