সিবিআইয়ের তলব পেয়ে বর্তমানে নিখোঁজ শিক্ষা প্রতিমন্ত্রীর খোঁজে ছাত্র সংগঠন




মঙ্গলবার যে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে মেয়ে অঙ্কিতাকে নিয়ে কলকাতা যাবেন বলে পদাতিক এক্সপ্রেস ট্রেনে উঠে ছিলেন রাজ্যের শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারি এবং ওনার মেরিট লিস্টে নাম না থাকা শিক্ষিকার চাকুরী পাওয়া কন্যা অঙ্কিতা অধিকারী।

সেই জলপাইগুড়ি রোড রেল স্টেশনে বুধবার রাতে মেয়ে সমেত নিখোঁজ মন্ত্রীর খোঁজ করতে যায় একদল ছাত্র। সিপিএমের ছাত্র সংগঠন এস এফ আইয়ের সদস্যরা বুধবার রাত পর্যন্ত হন্যে হয়ে খোঁজ চালায় মেয়ে সমেত নিখোঁজ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর।

এই নিখোঁজের খোঁজে আসা এস এফ আইয়ের জেলা সম্পাদক প্রভাকর সরকার বলেন, যখন কেউ কোনো খারাপ কাজ করে তখনই তাকে এই ভাবে সমাজের থেকে লুকিয়ে রাখতে গা ঢাকা দিতে হয়।