Sri Lanka's New PM: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা
ঘোষিত হল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর (Sri Lanka PM) নাম। ভয়াবহ আর্থিক সংকটে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। চলে বিক্ষোভ। এই পরিস্থিতির মাঝেই গতকাল প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপাক্ষে (Mahinda Rajapakshe)।
গতকাল প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকেই দেশের পরিস্থিতি ক্রমে জটিল হয়েছে। রাজধানী কলম্বোয় হিংসা দমনে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। রাস্তায় রাস্তায় সেনার টহল চলছে। মোতায়েন করা হয়েছে সাঁজোয়া গাড়িও। সেই পরিস্থিতিতে রনিল বিক্রমসিংঘেই (Ranil Wickremesinghe) ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন।
Read More: SSC Group C Case : 'পার্থর অনুমোদিত উপদেষ্টা কমিটি বেআইনি', কাদের নাম জড়ালো SSC Group C Case -এ
অতীতে চার বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। বুধবারই রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১৯৯৩ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন। কিন্তু এক বছরের মতো ক্ষমতায় ছিলেন। পরে ২০০১ থেকে ২০০৪, ২০১৫ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।Read More: UGC: সুখবর! শিক্ষাক্ষেত্রে নয়া উদ্যোগ UGC- র
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊