Sourav Ganguly: রাজনীতীতে আসছেন সৌরভ? স্ত্রী ডোনার মন্তব্য উস্কে দিল জল্পনা 


Sourav Ganguly, Dona Ganguly



ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোাপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই সৌরভ গঙ্গোাপাধ্যায় (Sourav Ganguly) কি রাজনীতিতে আসবেন? প্রশ্নে তোলপাড় ওঠে। নাকি বাংলায় বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ হিসেবেও জল্পনা চলেছিল। সব জল্পনায় জল ঢেলে সৌরভ ক্রীড়াপ্রশাসকের দায়িত্বেই রয়ে গেছেন।



শুক্রবার সৌরভের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah) নৈশভোজে আসার পর সেই জল্পনা ফের উস্কে উঠেছে। এই ইস্যুতে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)-এর মন্তব্যে সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে বাড়ল জল্পনা। রাজনীতিতে এলে সৌরভ ভাল কাজই করবেন বলে জানান ডোনা।



বাইপাসের ধারে এক বেসরকারি ক্লিনিকের উদ্ধোধন অনুষ্ঠানে ডোনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে,সৌরভ রাজনীতিতে আসছেন কিনা! ডোনা বলেন, "জানি না সৌরভ রাজনীতিতে আসবে কিনা! আসলে ও মানুষের জন্য খুব ভাল কাজ করবে। এমনিও করে।"



যদিও সৌরভের তরফে এনিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি অমিত শাহের ঝটিকা সফরের পর বিজেপির তরফেও এমন কোন খবর জানা যায়নি। এখন কি হয়ে সেটা সৌরভের পদক্ষেপ বলবে।