Latest News

6/recent/ticker-posts

Ad Code

জন্মদিনে রহস্যজনক মৃত্যু মডেল অভিনেত্রীর, পুলিশি হেফাজতে মডেল অভিনেত্রীর স্বামী

জন্মদিনে রহস্যজনক মৃত্যু মডেল অভিনেত্রীর, পুলিশি হেফাজতে মডেল অভিনেত্রীর স্বামী

sahana




জন্মদিনে রহস্যজনক মৃত্যু মডেল অভিনেত্রীর, পুলিশি হেফাজতে মডেল অভিনেত্রীর স্বামী । বৃহস্পতিবার মডেল অভিনেত্রী সাহানার জন্মদিন ছিল। আর সেদিনেই ফ্ল্যাট থেকে অভিনেত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য।



কেরলের মডেল অভিনেত্রী সাহানার। বৃহস্পতিবার রাতে তাঁর নিজের ফ্ল্যাটের জানলার রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল অভিনেত্রীর মৃতদেহ। তাঁর স্মামী সাজ্জাদ এখন রয়েছেন পুলিশি হেফাজতে।



সাহানার মা উভেইমার অভিযোগ, এক বিজ্ঞাপনে কাজ করে মোটা অঙ্কের চেক পেয়েছিল সাহানা। সেটার দিকে নজর ছিল সাহানার স্বামী সাজ্জাদের। এমনকী, টাকা না দিলে খুন করার হুমকিও দিয়েছিলেন ।



সাহানা মডেলিং করে তখন প্রচুর আয় করছেন। পাশাপাশি তামিল ছবিতে অভিনয়ও করছিলেন সাহানা। সাহানার আয়ের অনেকটা সাজ্জাদ ভোগ করতেন বলে দাবি করেছেন সাহানার মা।



সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতেই সাজ্জাদকে হেফাজতে নিয়েছে পুলিশ। যদিও সাহানা আত্মহত্যা করেছেন বলে দাবি সাজ্জাদের। তদন্ত করছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code