মর্মান্তিক, মারুগঞ্জের পর এবার নিশিগঞ্জ, সড়ক দুর্ঘটনায় মৃত 2 আহত 5

মারুগঞ্জ



মারুগঞ্জের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় রাজ্য সড়কের ওপর সড়ক দুর্ঘটনায় মৃত 2। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের সীটকি বাড়ি প্রেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট চার চাকার গাড়ি। ঘটনা স্থলেই দুজন ছোট গাড়ির যাত্রীর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

সোমবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ কোচবিহার থেকে ছোট গাড়িতে করে চালক সহ ৭ জন মাথাভাঙার দিকে যাচ্ছিল সে সময় হঠাৎ একটি বাইক সামনে চলে আসায় রাস্তার পাশে থাকা বাড়ির গার্ড ওয়ালে ধাক্কা মারলে ঘটনা স্থলেই দুজনের মৃত্যু হয়। 

স্থানীয়রা গাড়িতে থাকা অনান্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কোচবিহারে রেফার কর হয়।ছোট গাড়ির যাত্রীদের পরিচয় জানা যায়নি। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ দেবনাথ জানান, ছোট গাড়িটি অত্যন্ত গতিতে ছিল, বিকট শব্দে গাড়িটি পেট্রোল পাম্পের পাশে একটি খালে গিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রথমে আহতদের নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাঁড়ি পুলিশ এবং ডিএসপি ট্রাফিক।

আহতদের দেখতে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি বলেন আহতদের দ্রুত উন্নততর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, শনি বার কুচবিহার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মারুগঞ্জ একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। সেখানেও প্রাণ হারান পাঁচজন। আজ আরও দু'জনের প্রাণ গেল সড়ক দুর্ঘটনায় মাধ্যমে। পিছনে ট্রাফিক ব্যবস্থার পরিকাঠামোর দিকে আঙুল তুলছেন সাধারণ মানুষ। যত্রতত্র দ্রুতগতিতে নিয়ন্ত্রণহীনভাবে ছুটে চলা মোটর বাইক এবং চারচাকা গাড়ি এই ধরনের দুর্ঘটনার কারণ বলে মনে করছেন অনেকেই। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়ি এবং ট্রাফিক ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করছে পুলিশ। ট্রাফিক ব্যবস্থাকে সুচারু রাখতে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।