পানীয় জলের সমস্যা সমাধানে চা বাগান পরিদর্শনে মন্ত্রী এবং আধিকারিকরা

পানীয় জলের সমস্যা সমাধানে চা বাগান পরিদর্শনে মন্ত্রী এবং আধিকারিকরা

Jalpaiguri News



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন




মাল মহকুমার ডালিমকোট মীনগ্লাস চা বাগানে দীর্ঘদিন থেকেই পানীয় জলের সমস্যা। আর এই পানীয় জলের সমস্যা নিরসনে ডালিমকোট মিনগ্লাস চা-বাগানে যান রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, মাল সদর মহকুমাশাসক পীযূষ সালুঙ্কে, রাঙ্গামাটি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বড়াইক সহ আধিকারিকরা । 



এদিন মীনগ্লাস চা বাগানে গিয়ে জলের ব্যবস্থা খতিয়ে দেখেন তারা। সেইসাথে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন মন্ত্রী ও আধিকারিকরা।




জানা গেছে এক সপ্তাহের মধ্যে চা বাগানের জলের ব্যবস্থা নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হবে। তারপর চা বাগানে পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করা হবে।




উল্লেখ্য যে, গতকাল জলপাইগুড়ি জেলাশাসক অফিসে প্রশাসনিক বৈঠকের মন্ত্রীকে মীনগ্লাস চা বাগান পরিদর্শন করার আবেদন জানান সদর মহকুমা শাসক। এরপর এদিন মীনগ্লাস চা বাগান পরিদর্শন করেন মন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ