Breaking

google news

Tuesday, May 24, 2022

কোকোয়া নদীর দুই তীরে একেই সাথে জ্বললো দুই বন্ধুর দেহ - চোখের জলে ভাসলো গ্রামবাসী

Today News: কোকোয়া নদীর দুই তীরে একেই সাথে জ্বললো দুই বন্ধুর দেহ

Today Newsকোকোয়া নদীর দুই তীরে একেই সাথে জ্বলল দুই বন্ধুর দেহ। নদীর এপারে বছর ২৩ এর যাদব রায় অপর পারে বছর ২২ শের গৌতম রায়। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়ির পূর্ব মল্লিকপাড়ার বাসিন্দারা।


সামান্য আয়ের জন্য তারা ধূপগুড়ির মাগুরমারী-২ নং গ্রাম পঞ্চায়েত থেকে কাশ্মীরে কাজে গিয়েছিল। সেখানে সুড়ঙ্গ তৈরি করার সময় ধস নেমে চাপা পড়ে মৃত্যু হয় ধূপগুড়ির 5 জন শ্রমিকের। মঙ্গলবার সকালে সড়কপথে গ্রামে পৌঁছায় ধুপগুড়ির মাগুর্মারি এলাকার শ্রমিক গৌতম রায় ও যাদব রায়ের কফিনবন্দি মৃতদেহ ।


কফিন বন্দী মৃতদেহ গ্রামের আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারসহ গ্রামের লোকজন। পরবর্তীতে এলাকায় কোকোয়া নদীর দুই তীরে একদিকে যাদব এবং অপরদিকে গৌতম রায়ের দেহ দাহ করা হয় । যে দুই বন্ধু একসাথে কাজে গিয়েছিল কিন্তু ফিরল কফিনবন্দি হয়ে।দেহ গ্রামে এসে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। শেষবারের মতো নিজের গ্রামের ছেলেকে দেখতে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ।


পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা চাইছে সরকার যাতে পরিবারগুলোর পাশে থাকে।  আর্থিক সহায়তার দাবি করছেন সকলে।


No comments:

Post a Comment